চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান বলেছেন, মোমবাতি প্রতীকে আমাকে নির্বাচিত করা হলে আনোয়ারা–কর্ণফুলীতে ব্যাপক কর্মসংস্থান ও পরিকল্পিত উন্নয়ন করা হবে। নারী ও শিশুদের সুরক্ষা ও উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণকালে স্থানীয় ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন শাহজাদা আব্দুল কাদের চাঁদ মিয়া, পীরজাদা নিজাম উদ্দিন সিদ্দিকী, মাওলানা মফিজউল্লাহ, ফেরদৌস বাবু, শাহাজাহান সিরাজ, শায়ের আলী জিন্নাহ, আবু নঈম মুরাদ, রেজাউল করিম, শহিদুল ইসলাম, গিয়াস উদ্দিন, শাহাজাদা নাঈম উদ্দীন রজায়ী, মেহেরাজসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা।












