আনোয়ারা ও বাঁশখালীতে সাড়ে ১৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। আনোয়ারা প্রতিনিধি জানান, গতকাল বেলা ১১টায় এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অধিদপ্তর। আনোয়ারা ইউএনও শেখ জোবায়ের আহমেদ ও উপজেলা কৃষি অফিসার মো. হাসানুজ্জামান যৌথভাবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি আউশ মৌসুমে আনোয়ারার ১১ ইউনিয়নে ৭৫০ জন কৃষককে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে বৈরাগ, রায়পুর, বারখাইন, চাতরী ও হাইলধর ইউনিয়নে ৭০ জন করে, বারশত, বটতলী ও বরুমছড়া ইউনিয়নে ৮০ জন করে, আনোয়ার ও পরৈকোড়া ইউনিয়নে ৬০ জন করে এবং জুইঁদণ্ডী ইউনিয়নে ৪০ জন কৃষক প্রণোদনা পেয়েছেন। উপজেলা কৃষি অফিসার মো. হাসানুজ্জামান জানান, কর্মসূচির আওতায় প্রতি জন কৃষককে ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি করে বীজ ধান দেয়া হয়েছে। সার ও বীজ বিতরণ কর্মসূচিতে উপজেলা
কৃষি সমপ্রসারণ কর্মকর্তা নুর ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার আলম, উপ-সহকারী কৃষি সমপ্রসারন কর্মকর্তা স্বপন দেব নাথ, আশীষ সরকার, ইউপি সদস্য দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বাঁশখালীতে প্রায় ৮০০ জন কৃষককে সার ও বীজ দেয়া হয়েছে। এছাড়া ৫ জন কৃষককে দেয়া হয় ধান কাটার মেশিন। গতকাল সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু ছালেক। প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. সাইদুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম। আরো অংশ নেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্র ও মাওলানা আকতার হোছাইন।