আনোয়ারা ও কর্ণফুলীর ১৫ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভূমিমন্ত্রীর চাহিদাপত্র

শেখ রাসেল ডিজিটাল ল্যাব

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৮ নভেম্বর, ২০২০ at ৯:২১ পূর্বাহ্ণ

আনোয়ারা ও কর্ণফুলীতে নিজ নির্বাচনী এলাকায় ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনে চাহিদাপত্র দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব নামে এই ল্যাব স্থাপন হবে। গত ৩ নভেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ বিভাগের অধীনে সারাদেশে ল্যাববিহীন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এই চাহিদাপত্র চাওয়া হয়। এর প্রেক্ষিতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি গত ১০ নভেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ৫ম পৃষ্ঠার ৩য় কলাম
পলক এমপির নিকট আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার ১৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার তালিকা প্রেরণ করেন।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হল আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়, রায়পুর উচ্চ বিদ্যালয়, শাহ মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজ, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়, চাতরী উচ্চ বিদ্যালয়, পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়, জে.কে.এস. উচ্চ বিদ্যালয়, সিংহরা উচ্চ বিদ্যালয়, জামেয়া জুমহারিয়া আলিয়া মাদ্রাসা, হযরত চারপীর আউলিয়া সিনিয়র মাদ্রাসা, কর্ণফুলী উপজেলার এ.জে চৌধুরী ডিগ্রি কলেজ, চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয়, মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়, জুলধা শাহমীর উচ্চ বিদ্যালয় ও কালারপোল অহিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। ভূমিমন্ত্রীর একান্ত সহকারী রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় হঠাৎ জ্বরের প্রকোপ
পরবর্তী নিবন্ধ১২ দিনে ৩ জনের মৃত্যু, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ