আনোয়ারা উপজেলা বিএনপির বিক্ষোভ

দ্রব্যমূল্যোর ঊর্ধ্বগতির প্রতিবাদ

| সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গত শনিবার কেন্দ্রঘোষিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালাবিবির মোড় এলাকায় অনুষ্ঠিত সমাবেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, সারাদেশের মানুষ এখন চরম কষ্টে দিনযাপন করছে। আওয়ামী সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমে না আসলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এতে আরও বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম, মো. সালাউদ্দিন সুমন, নঈম উদ্দিন চৌধুরী, এম হান্নান রহিম তালুকদার, তৌহিদুল ইসলাম, ইমতিয়াজ করিম পিন্টু, আলমগীর খান, আহমদ নুর, সাইদুল ইসলাম, নুরুল আলম নুরু, আজিজুল হক, মো. রুবেল, শাহবাজ খান, লিটন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক ডা. মো. নূরউন নবীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধবোমা হামলায় জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি