আনোয়ারা উপজেলা ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সভা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা ডায়াবেটিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মো. ইলিয়াছ বাঙালীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাস্টার আখতার হোসেন এবং গীতা পাঠ করেন প্রকৌশলী রামচন্দ্র দাশ।

সভায় বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি মোহাম্মদ ইউসুফ, পরিচালক আবু মুছা, যুগ্ম সম্পাদক শেখ মহিউদ্দিন মিন্টু, হাসপাতাল পরিচালক আবু মুছা, আনোয়ারা প্রেসক্লাব সভাপতি এম. নুরুল ইসলাম, সমিতির সদস্য আলমগীর হোসেন ও ইঞ্জিনিয়ার আ..ম রাশেদুল হক নিশান প্রমুখ।

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ চক্রবর্তী বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উত্থাপন, সমিতির ২০২৪২৫ সালের বার্ষিক প্রতিবেদন ও আয়ব্যয় হিসাব উপস্থাপন করেন। সভায় কার্যকরী কমিটির সদস্য ছাড়াও সমিতির সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের তাঁবু জলসা ও সনদ বিতরণ