আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত ত্রি–বার্ষিক সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অধ্যাপক এম এ মান্নান চৌধুরীকে পুনরায় সভাপতি এবং উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে কাফকো সিবিএর সভাপতি জসীম উদ্দিন চৌধুরীর নাম ঘোষণা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহসান। গতকাল সন্ধ্যায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ
এমপির সভাপতিত্বে ১১ ইউনিয়নের সকল কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত কাউন্সিলররা কমিটি গঠনের দায়িত্ব ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির উপর ছেড়ে দিলে সভার সিদ্ধান্তক্রমে বর্তমান সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে জসীম উদ্দিন চৌধুরীর নাম ঘোষণা করা হয়।