আনোয়ারা উপজেলায় ১৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

| রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩০ ডিসেম্বর আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন গ্রামের ভরাপুকুর পাড় চত্বরে সমাজ উন্নয়নমূলক সংগঠন ‘আমাদের পূর্ব বারখাইন’ নামের সংগঠন এ সংবর্ধনা দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ। এ সময় ১১ জন মেধাবী শিক্ষার্থী ও ৫ জন গুণী জনকেও সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতহাইল্লে চড়ুইভাতি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার এসিল্যান্ড আব্দুল্লাহ আল মোমিন। সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মো. শরীফ। আমাদের পূর্ব বারখাইন সংগঠনের আহবায়ক মো. আমান উল্ল্যাহ চৌধুরী শায়ের ও সদস্য সচিব তানভীর উদ্দীন চৌধুরী শাওনের সঞ্চালনায় শীতহাইল্লে চড়ুইভাতি ও সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তব্য রাখেন বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল, প্যানেল চেয়ারম্যান মো. মুছা, মহিলা মেম্বার শামীমা আক্তার, ইয়াং ওয়ানের সিনিয়র এইচআর ম্যানেজার দিদার হোসাইন। শীতহাইল্লে চড়ুইভাতি ও সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকৃষক সমিতি দক্ষিণ জেলার সম্মেলন
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বেড়েছে সংঘবদ্ধ চোর চক্রের তৎপরতা