আনোয়ারায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া এলাকার সমুদ্র উপকূল থেকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধার ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে বঙ্গোপসাগরের তীরবর্তী পরুয়াপাড়া এলাকার বালুচরে সমুদ্রের জোয়ারে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।