আনোয়ারায় ৭২০ লিটার মদ উদ্ধার গৃহবধূ গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:০০ অপরাহ্ণ

আনোয়ারায় পুলিশ অভিযান চালিয়ে ৭২০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। গত শুক্রবার রাত দেড়টায় উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের ২ নং ওয়ার্ডের মিনু মেম্বারের বাড়ি সংলগ্ন মুছার পরিত্যক্ত বসত বাড়ির মাটির নিচে থেকে এসব মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় শামিমা আক্তার (২০) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক উদ্ধারের ঘটনায় আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার শামীমা মামলার ২ নং আসামি মাদক বিক্রেতা মো. লিটনের স্ত্রী বলে জানা গেছে। অন্য আসামিরা হলেন মো. লিটন উদ্দিন (২৮) , বদি আলম (৪৫) ও আব্দুল করিম (৩২)। জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট কৈনপুরা এলাকায় দেশীয় তৈরি চোলাই মদ মজুদ করে বিক্রি করে আসছে। গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মুছার পরিত্যক্ত ঘর থেকে ৭২০ লিটার মদ উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টল সুরাঙ্গনের সাপ্তাহিক সভা
পরবর্তী নিবন্ধবিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে ফটিকছড়ি আ. লীগ প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত