আনোয়ারায় ৫৮ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১৮ অক্টোবর, ২০২০ at ৪:২৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় ১৯ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত শুক্রবার ভোর রাতে উপজেলার পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকা তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৮ লাখ ৫৯ হাজার টাকা বলে জানা গেছে। এ ব্যাপারে গতকাল শনিবার আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে বাঁশখালী হয়ে চট্টগ্রামের উদ্দেশে ইয়াবা পাচার করা হচ্ছিল। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি টহল দল অভিযান চালায়। এ সময় ঢাকা মেট্রো-গ-২৭-৫৮৮৯ নম্বরের একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ইয়াবা পাওয়া যায়। কারটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার কোতোয়ালী থানার মৃত ছাত্তার মিয়ার পুত্র জসিম উদ্দিন (৩৯), বরিশাল গৌরনদী থানার আব্দুল খালেকের পুত্র মো. ফারুক ও কঙবাজার সদর থানার হাজী পাড়া এলাকার সফিক আহমেদের কন্যা মোসাম্মৎ সেলিনা (৩০)।

পূর্ববর্তী নিবন্ধগাড়িতে যাত্রীবেশে চেইন ছিনতাই
পরবর্তী নিবন্ধচবি অফিসার সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ শুরু