আনোয়ারায় ৫০ লিটার মদ উদ্ধারগ্রেপ্তার ১

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:০৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় পুলিশের অভিযানে ৫০ লিটার মদ উদ্ধার করা হয়েছে। এসময় মো. নুর হোসেন (৪৬) নামের এক মদ বিক্রেতাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মদ বিক্রেতা মোহাম্মদ রাশেদ (৪৭) পালিয়ে যায়। গত মঙ্গলবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ফেরিঘাট এলাকা থেকে এ মদ উদ্ধার করা হয়। ঘটনায় আনোয়ারা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। আনোয়ারা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তৈলারদ্বীপ ফেরীঘাট এলাকায় স্থানীয়মৃত সাহেব মিয়ার পুত্র মোহাম্মদ রাশেদ প্রকাশ্যে মদ বিক্রি করে আসছে। যার কারণে এলাকার যুব সমাজ ও বিভিন্ন বয়সের ব্যক্তি মাদকাসক্ত হয়ে পড়ছে। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে একাধিক বার মাদক ব্যবসা বন্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ রাশেদের আস্তানা থেকে মদ উদ্ধার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলআমিন জানায়, তৈলারদ্বীপ ফেরী ঘাট এলাকা থেকে মদ উদ্ধারের ঘটনায় মো. নুর হোসেনকে আটক করা হয়েছে। মদ বিক্রেতা মো. রাশেদ পালিয়ে গেছে। ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে এক রোগীর মৃত্যু চট্টগ্রামে, নতুন শনাক্ত ৯১
পরবর্তী নিবন্ধসারা দেশে ডেঙ্গুতে একদিনে ২১৪৯ রোগী ভর্তি, মৃত্যু ৯ জনের