আনোয়ারায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ।
এ সময় উপস্িহত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম জানায়, সামপ্রতিক কালে আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারের মধ্যে প্রতি পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও ২ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।