আনোয়ারায় ৪৩ মণ ইলিশ জব্দ নিলামে বিক্রি

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগর থেকে ৬৫ দিন ইলিশ ধরার নিষেধাজ্ঞা এখনও শেষ হয়নি। এরমধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় আনোয়ারার রায়পুর উঠানমাঝির ঘাট এলাকা থেকে ৪৩ মণ ইলিশ জব্দ করা হয়েছে।

জানা যায়, গত রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য দপ্তর, নৌ পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এসব মাছসহ জাল জব্দ করা হয়।

অভিযানের পর রাত ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে থেকে জব্দকৃত মাছ ৫ লাখ ৮৬ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। এ সময় ১০০ কেজি মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গামাটির নারী উদ্যোক্তাকে হয়রানি আদালতে মামলা
পরবর্তী নিবন্ধফুটপাতে ব্যবসা করায় চার ব্যক্তিকে জরিমানা