আনোয়ারায় ৩ মেম্বার প্রার্থীকে ৬ হাজার টাকা জরিমানা

আচরণবিধি লঙ্ঘন

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৫:৩৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় গতকাল মঙ্গলবার বিকালে ৩ ইউপি সদস্য প্রার্থীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বটতলী, বৈরাগ ও কালাবিবির দিঘির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত অতিরিক্ত মাইক খুলে নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী জানান, নির্বাচনী আচারণবিধি না মেনে একাধিক মাইক ব্যবহার করায় ৩ জন ইউপি সদস্য প্রার্থীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে আচরণবিধি লঙ্ঘন, ৪ প্রার্থীকে অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধবরকলে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন, ধোপাছড়িতে ভাঙচুর