চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।
র্যাবের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রায়পুরের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে। এ সংবাদের ভিত্তিতে গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১১টায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়া গ্রামের আনোয়ার মাঝির স্ত্রী মনোয়ারা বেগম (৪৩)কে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটক মনোয়ারাকে জিজ্ঞাসাবাদ করে তার দেখানো ও সনাক্ত মতে ঘরের বারান্দায় খাটের নিচে রাখা একটি নীল ও কালো রঙের ব্যাগ থেকে বিশেষভাবে স্কচটেপে মোড়ানো ১০টি ইট সদৃশ প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটগুলোতে মোট ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
র্যাব-০৭ এর একজন দায়িত্বশীল কর্মকর্তা এক বিবৃতিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা স্বীকার করেছেন যে, তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিলেন। আটক মনোয়ারা বেগমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।