আনোয়ারা উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তবে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থী বিদ্রোহী হিসেবে নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বরুমচড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী ও রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন শরীফ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দলের মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী শাহাদত হোসেন চৌধুরী বলেন, বিদ্রোহী প্রার্থী হিসেবে নয়, এলাকার জনগণের চাপে তাদের প্রত্যাশা পূরণে নির্বাচনে প্রার্থী হতে বাধ্য হয়েছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার খালেদ জানান, গতকাল রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।