আনোয়ারায় ৩৪৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় আনোয়ারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা প্রদান করা হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, কৃষি কর্মকর্তা রমজান আলী, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, বারখাইন জামেয়া জুমহুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক শওকী, দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সভাপতি ওসমান গনী, বখতেয়ার পাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হান্নান, বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন প্রমুখ।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে ৩৪৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাড়বকুণ্ডের রক্ষা কালী মন্দিরে ধর্মসভা ও মহানামযজ্ঞ শুরু কাল
পরবর্তী নিবন্ধসিএন্ডএফ মালিক সমিতি চট্টগ্রামের সভা