আনোয়ারায় ২ প্রার্থীকে ৭ হাজার টাকা জরিমানা

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

আনোয়ারায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় দুই প্রার্থীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে দেয়ালে পোস্টার ও স্টিকার লাগানোর দায়ে হাইলধর ইউনিয়নের স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার ও খাসখামা এলাকার একজন ইউপি সদস্য প্রার্থীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ১৬
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনকে জরিমানা