আনোয়ারায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের ২য় দিনে মোট ২৫৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৮ জন, সাধারণ সদস্য পদে ১৮৫ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী ৫২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তপশীল অনুযায়ী ৭ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৯ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৫ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ৫ জানুয়ারি নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে। আনোয়ারার ১১ ইউনিয়নের মধ্যে বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমচড়া, বারখাইন, আনোয়ারা, চাতরী, পরৈকোড়া, হাইলধর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মামলা সংক্রান্ত জঠিলতার কারণে ঘোষিত তপশীলে জুইঁদন্ডি ইউনিয়ন পরিষদ বাদ পড়েছে। ফলে এ ইউনিয়নে নির্বাচন হচ্ছে না বলে জানান আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ।