চট্টগ্রাম-৮ জোটের প্রার্থীর বিরুদ্ধে জামায়াতে ইসলামীর স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে আনোয়ারায়ও ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর প্রচারণা স্থগিত করলো এনসিপির নেতৃবৃন্দ।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে আনোয়ারার কালাবিবির দিঘিস্থ একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম-১৩ আসন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক এই ঘোষণা দেন।
এসময় লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী- চাঁন্দগাও) আসনে ১১ দলের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জুবাইরুল হাসান আরিফকে প্রার্থী করা হয়। তবে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাসের জোটের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, জোটের প্রার্থীর আসনে নিজ মনোনয়ন প্রত্যাহার না করে বরং দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে কেন্দ্রে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো সুরাহা না হওয়ায় আমরা চট্টগ্রাম-১৩ আসনে জোটের শরিকদল জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সব ধরনের প্রচার-প্রচারণা স্থগিত করলাম। এসময় গণভোটে হ্যা ভোটের পক্ষে এনসিপি প্রচারণা চালিয়ে যাবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে এনসিপির দক্ষিণ জেলা ও আনোয়ারা-কর্ণফুলী উপজেলার বিভিন্ন দায়িত্বরতরা উপস্থিত ছিলেন।












