আনোয়ারায় হাফেজদের মাঝে পাগড়ি ও সনদ বিতরণ

| মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় কুরআনে হাফেজদের মাঝে পাগড়ি ও সনদ বিতরণ গতকাল সোমবার উপজেলা বটতলী ইউনিয়নে দারুত তাকওয়া লি তাহফিজিল কুরআনিল কারীম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এতে ৩৩ জন হাফেজদের মাঝে পাগড়ি ও সনদ বিতরণ করা হয়।

মাদরাসা পরিচালক হাফেজ মুহিউদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক জামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মুফতি আবুল হোসাইন, মাদরাসা অধ্যক্ষ আবুল কাসেম, আনোয়ারা প্রেসক্লাবের সহ সভাপতি খালেদ মনছুর, আবুল কালাম, মো. হাসান আলী, নেজাম উদ্দীন, মো.জাহাঙ্গীর, সাবের আহমেদ, মহিউদ্দীন মনজুর প্রমুখ। মাদ্রাসা পরিচালক হাফেজ কামরুদ্দীন তার বক্তব্যে বলেন, এবছর এ মাদ্রাসা হতে ৩৩ জন কুরআনে হাফেজদের মাঝে পাগড়ি ও সনদ প্রদান করা হয়েছে। বিগত নয় বছরে এ মাদ্রাসা থেকে ১০৮ জন শিক্ষার্থী হাফেজ সনদ প্রাপ্ত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পরিসংখ্যান দিবস উপলক্ষে শোভাযাত্রা