চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় লোহার হাতুড়ির আঘাতে মো. ইউনুছ (৩৫) নামে এক বাবুর্চি নিহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ একই এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে।
এ ঘটনায় নিহতের পিতা মো. ইয়াকুব আলী বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় প্রতিবেশী শওকত আলী (৪২) ও মো. নিলয় (৩৫) নামে দুইজনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, নিহত ইউনুছের সঙ্গে আসামি শওকত আলী ও নিলয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার আগের দিন অটোরিকশার ব্যাটারি চুরিকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে বুধবার রাতে দুই আসামি ইউনুছের বাড়িতে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে।
একপর্যায়ে শওকত আলী লোহার হাতুড়ি দিয়ে ইউনুছের মাথায় উপর্যুপরি আঘাত করে। পরে নিলয়ও একই দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে ইউনুছ গুরুতর আহত হয়।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হলে বৃহস্পতিবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইউনুছ মারা যান।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনার সময়ে আসামি নিলয়ও আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। নিলয়কে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়েছে এবং আজ (শুক্রবার) আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।












