আনোয়ারায় পিএবি সড়কের সরকার হাট এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে শাকিলা আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর ৫ বছর বয়সী ছেলে আহত হয়েছে। নিহত শাকিলা উপজেলার গোবাদিয়া গ্রামের মোস্তফা কামালের স্ত্রী।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর বাস ও সিএনজি চালক দুজনেই পালিয়ে যায়। পুলিশ গাড়ি দুটি আটক করে।
সূত্র জানায়, সকাল ৯টার সময় উপজেলার সরকারহাট এলাকায় শহরগামী দ্রুতগতির যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বাঁশখালীগামী অপর একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে সিএনজি যাত্রী শাকিলা আক্তার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা হাসপাতাল নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানায়, দুর্ঘটনার পর ঘাতক বাস ও অটোরিকশা আটক করা হয়। তবে ঘটনার পর চালকেরা পালিয়ে গেছে।










