আনোয়ারায় সড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত পাইপ ভাঙচুর

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনীমেরিন একাডেমি স্পেশাল সড়কের উন্নয়ন কাজে ব্যবহৃত বালু সাপ্লাইয়ের পাইপ ভাঙচুর ও চুরির অভিযোগ উঠেছে। গত ৭ নভেম্বর এ ঘটনা ঘটে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনীমেরিন একাডেমি স্পেশাল সড়কের উন্নয়ন কাজের জন্য বালু সরবরাহের কাজ পায় চৌধুরী ট্রেডিং। গত ৭ নভেম্বর ঠিকাদারি কাজে বাধা দেওয়া ও আর্থিক ক্ষতি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা রাতের আঁধারে বালু সাপ্লাইয়ের পাইপ ভাঙচুর ও চুরি করে নিয়ে যায়।

ঠিকাদার ইকবাল হায়দার চৌধুরী বলেন, একদল দুস্কৃতকারী পাইপ লাইনে হামলা চালায়। এতে আমার ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ব্যাপারে বন্দর পুলিশ ফাঁড়ি, কর্ণফুলী থানা ও সিইউএফএল সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করি।

বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল নোমান বলেন, এঘটনায় একটা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, একটি বিশেষ মহল আমাদের সড়ক উন্নয়ন কাজে বারবার বাধা দিচ্ছে। তারই অংশ হিসেবে ঠিকাদারের বালি উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ ভাঙচুর ও চুরি করে। এতে সড়ক উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। সেই সাথে উচ্ছেদ অভিযানেও বাধার সম্মুখীন হচ্ছি। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ৩ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা, পাঠানো হলো কারাগারে
পরবর্তী নিবন্ধতারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ : ফখরুল