আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর বাবা আটক

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর বাবা মো. খোরশেদ আলম (৩৫)কে আটক করেছে পুলিশ। আলোচিত এ ঘটনার দুইদিন পর গত মঙ্গলবার রাতে বাঁশখালী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় শিশু সুরক্ষা আইনে শিশুদের বাবা খোরশেদ আলম ও মা (শিশুদের মা) ঝিনুক আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক খোরশেদ আলমের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের মহামনি এলাকায়। সে পেশায় অটোরিক্সা চালক।

অভিযুক্ত শিশুদের বাবা খোরশেদ আলম জানান, পরিবারপরিজন নিয়ে বাঁশখালী উপজেলায় বসবাস করতেন। পেশায় একজন অটোরিকশা চালক। ৬মাস আগে তার স্ত্রী ঝিনুক আক্তার দুই সন্তানকে নিয়ে ঘর থেকে নগদ টাকা, মালামাল নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজ পায়নি বলে জানায়। সে আরো বলেন, স্ত্রী তার অসুস্থ প্রতিবন্ধী শিশু নিয়ে ভিক্ষাবৃত্তি করতেন। তাছাড়া বিভিন্ন কারণে তার সাথে আমার মনোমালিন্য তৈরি হয়েছে। এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মোমিন কান্তি দে জানায়, গত রবিবার দুই শিশুকে ফেলে যাওয়ার পর থেকে তাদের মাবাবার সন্ধানে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। গত মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাঁশখালীতে অভিযান পরিচালনা করে দুই শিশুর বাবা খোরশেদ আলমকে আটক করি। পুলিশের জিজ্ঞাসাবাদে খোরশেদ আলম স্ত্রীর সাথে বিভিন্ন বিষয়ে তার মনোমালিন্য সৃষ্টি হয় এবং পারিবারিক কলহের জের ধরে স্ত্রী দুই সন্তানকে নিয়ে চলে যায় বলে জানায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী জানান, সড়কে দুই শিশুকে রেখে যাওয়ার ঘটনায় শিশু সুরক্ষা আইনে মাবাবার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এই ঘটনায় আটক শিশুদের বাবা খোরশেদ আলমকে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে। তাছাড়া অভিযুক্ত মা ঝিনুক আক্তারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধস্বাগত ২০২৬