আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪৭ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গতকাল আনুষ্ঠানিকভাবে তিনি শিশু দুটির চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যৎ পুনর্বাসনের এ দায়িত্ব নেন। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে চার বছর বয়সী মেয়ে শিশুটির নাম আয়েশা এবং দুই বছর বয়সী ছেলে শিশুটির নাম মোরশেদ। তাদের বাড়ি সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায়। তাদের বাবা খোরশেদ আলম এবং মা ঝিনুক আখতার। জেলা প্রশাসন থেকে জানানো হয়শিশু দুটি অসুস্থ। তাদের করুণ অবস্থার খবর ফেসবুকের মাধ্যমে নজরে পড়ার সাথে সাথে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। এরই প্রেক্ষিতে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর আজকে (গতকাল) তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ে আনা হয়। জেলা প্রশাসক দীর্ঘ সময় ধরে শিশুদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিচয়, উদ্ধারের প্রেক্ষাপট এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। বিশেষ করে ছেলেশিশু মোরশেদের শারীরিক দুর্বলতা ও অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি চিকিৎসা ব্যয় ও প্রাথমিক প্রয়োজন মেটাতে আর্থিক সহায়তাও প্রদান করেন জেলা প্রশাসক। তাদের চিকিৎসা ও পরিচর্যায় যাতে কোন ধরণের ঘাটতি না থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি নির্দেশনা দেন।

এ ছাড়া তাদের ভবিষ্যৎ নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। গত রোববার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার শোলকাটা মনু মিয়া দীঘি এলাকার শোলকাটাবটতলী রুস্তমহাট সড়কের পাশ থেকে স্থানীয় সিএনজি অটোরিকশাচালক মহিম উদ্দিন শিশু দুটিকে উদ্ধার করেন। মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার জানান, উদ্ধারকৃত দুই শিশুই অসুস্থ ছিল এবং ছোট শিশুটি প্রতিবন্ধী। রাতে গরম পানি দিয়ে গোসল করিয়ে ও খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বস্তি পায়। তার ধারণা, শিশুদের অসুস্থতার কারণেই মাবাবা তাদের ফেলে রেখে গেছেন। জেলা প্রশাসন জানায়, মানবিক কাজের স্বীকৃতি হিসেবে শিশু দুটিকে উদ্ধারকারী সিএনজিচালক মহিম উদ্দিনকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শিশু দুটিকে একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে লালনপালন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন আপসহীন নেত্রী
পরবর্তী নিবন্ধহেভেন সিটি সেন্টারের রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার