চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া আনোয়ারা উপজেলার নেতাদের ও জিয়া সাইবার ফোর্স কমিটিতে স্থান প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে আনোয়ারা উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। গতকাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমানের বাসভবন চত্বরে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজামান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন নাঈম উদ্দীন চৌধুরী, তৌহিদুল ইসলাম তৌহীদ, নাজিম উদ্দীন খান, এম হাসান আলী, কাজী ইগলো, মোহাম্মদ ইলিয়াছ, জসিম উদ্দীন, আবদুল গফুর, মোহম্মদ রাজু, আহম্মদ নুর, মোহাম্মদ শাজাহান, এস পি মুরাদ, রুবেল, জিয়াউর রহমান প্রমুখ।












