আনোয়ারায় ৯৭তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সনদ বিতরণ ও মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চারপীর আউলিয়া (রাঃ) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ও চট্টগ্রাম অঞ্চলের স্কাউটস কমিশনার প্রফেসর ড.এ.কে.এম সামছু উদ্দিন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক প্রফেসর মো.ফজলুল কাদের চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক শিক্ষক সঞ্জীব সিংহ।
জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু এবং মোমবাতি ও আলোক শিখা প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।
তাছাড়া অনুষ্ঠানে ক্যাম্প ফায়ার স্কাউটদের বিভিন্ন দক্ষতা প্রদর্শনী ও স্কাউট সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে অংশগ্রহণকারী স্কাউট লিডাররা নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন। অনুষ্ঠানে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন অতিথিরা।