আনোয়ারায় সাপের কামড়ে জাহেদুল ইসলাম (১১) নামের ৪র্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ১১ নং জুঁইদন্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লামার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থী জাহেদুল ইসলাম স্থানীয় আমির হোসেনের পুত্র এবং দক্ষিণ জুঁইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাহেদুল বন্ধুদের সাথে মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে একটি বিষধর সাপ কামড় দেয়। ঘটনার পর সে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানায়, জাহেদুল ইসলাম নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়। তার ডান পায়ে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।