মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় কর্মরত পেশাদার সাংবাদিকদের উদ্যোগে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সাংবাদিকদের নিয়ে গঠিত হয় চারটি দল। দলগুলো হচ্ছে : সাঙ্গু, দেয়াং, টানেল ও ইছামতি দল। গতকাল বুধবার দুপুরে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪ দলের জার্সি উম্মোচন করেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা–বাঁশখালী) সার্কেল মো. সোহানের রহমান সোহাগ। এসময় উপস্থিত ছিলেন সাঙ্গু দলের ম্যানেজার যায় যায় দিন প্রতিনিধি এম.আনোয়ারুল হক, দেয়াং দলের ম্যানেজার আজাদী প্রতিনিধি এম.নুরুল ইসলাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, পূর্বকোণ প্রতিনিধি মো. হুমায়ুন কবির শাহ সুমন, কালবেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম,বাংলাদেশ সমাচার প্রতিনিধি আনোয়ারুল আজিম, বিভিন্ন দলের সদস্যদের মাঝে আজকের পত্রিকা প্রতিনিধি ইমরান হোছাইন, প্রথম প্রতিনিধি রুপন দত্ত, সমকাল প্রতিনিধি নেজাম উদ্দীন, ইত্তেফাক প্রতিনিধি জাহিদ হাসান হৃদয়, আজাদীর মাল্টিমিডিয়া প্রতিনিধি হিজবুল্লাহ সোহেল ও খবরের কাগজ প্রতিনিধি আতিকুল হামীম। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় উপজেলার বটতলী হযরত শাহ্ মোহছেন আউলিয়া টার্ফে টুর্নামেন্টের উদ্বোধন হবে। আগামী শনিবার সন্ধ্যা ৭টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।












