আনোয়ারায় সাংবাদিকদের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে দেয়াং দল চ্যাম্পিয়ন

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:৫১ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় কর্মরত পেশাদার সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় দেয়াং ফুটবল দল। গত শুক্রবার রাতে উপজেলার বটতলী টার্ফ ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকার পর পরবর্তী টাইব্রেকারে দেয়াং ফুটবল দল ২১ গোলে সাঙ্গু ফুটবল দলকে পরাজিত করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের ট্রফি তুলে দেন আনোয়ারা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. জুনায়েদ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন এনসিসি ব্যাংক আনোয়ারা শাখার ব্যবস্থাপক এসএম মইনুদ্দিন আজাদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইউনিট প্রধান মো. তৌহিদুল আলম, চারপীর আউলিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হান্নান,বটতলী শাহ মোহসেন আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক নুরুল আমিন। আনোয়ারায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত চারটি দল যথা সাঙ্গু, দেয়াং, টানেল ও ইছামতি একাদশ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ছিলেন সাঙ্গু দলের ম্যানেজার যায়যায় দিন প্রতিনিধি এম.আনোয়ারুল হক, বিজয়ী দেয়াং দলের ম্যানেজার আজাদী প্রতিনিধি এম.নুরুল ইসলাম, টানেল দলের ম্যানেজার প্রথম আলো প্রতিনিধি মোরশেদ হোসেন, ইছামতি দলের ম্যানেজার দেশ রপান্তর প্রতিনিধি জাহেদুল হক। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য পূর্বকোণ প্রতিনিধি মো. হুমায়ুন কবির শাহ সুমন, কালবেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম,সি প্লাস প্রতিনিধি রেজাউল করিম সাজ্জাদ,দিনকাল প্রতিনিধি ফরহাদুল ইসলাম, বাংলাদেশ সমাচার প্রতিনিধি আনোয়ারুল আজিমসহ অংশগ্রহণকারী ৪ দলের সদস্যরা উপস্থিত ছিলেন। খেলার ধারা বর্ণনায় ছিলেন তানজিম হাসান।

পূর্ববর্তী নিবন্ধঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব এখন ঢাকায়
পরবর্তী নিবন্ধফজল আহাম্মদ স্মৃতি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন