আনোয়ারায় সরকারি খাস থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:০৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় সরকারি খাস জমি থেকে মাটি কাটায় নুরুল ইসলাম নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন তৈলারদ্বীপ সেতুর পাশ থেকে মাটি কাটার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন। অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, মাটি কাটায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালী এলাকায় ১৭নারী-পুরুষ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে হজ প্রশিক্ষণ কাল