আনোয়ারায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তৌহিদুল ইসলাম (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান।
গ্রেপ্তারকৃত তৌহিদ রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। সে বর্তমানে চাতরী গ্রামের আমিন উল্লাহ বাড়ির আতা উল্লাহর ভাড়াটিয়া ও চাতরী চৌমহনী বাজারের মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।