আনোয়ারায় ঘরে শিকলে বাঁধা অবস্থা থেকে সাইফুদ্দীন (২৮) নামের এক যুবককে উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালীর কুলালপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামের বাসিন্দা মৃত বজল আহমেদের তিন ছেলের মধ্যে সাইফুদ্দীন সবার ছোট। সে একজন কাঠমিস্ত্রি। তবে সে মানসিকভাবে অসুস্থ। মাঝে মাঝে অসুস্থতা বেড়ে গেলে বাড়ির লোকদের গালিগালাজ ও মারধরসহ স্থানীয় দোকানপাটের মালামাল নষ্ট করত।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবককে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা জানতে পারি যুবকটি ভারসাম্যহীন ছিল। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, মানবাধিকার কর্মী সুমি খানের মাধ্যমে খবর পেয়ে সাইফুদ্দীনকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করি। এসময় ইউনিয়নের চেয়ারম্যান কলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
তিনি আর বলেন, ঘটনাটি অমানবিক। কোনো মানুষ অসুস্থ হলে তাকে বেঁধে রাখা অপরাধ। তাকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে কেন বেঁধে রাখা হল এ বিষয়ে আমাদের জানা নেই।