আনোয়ারায় শঙ্খ নদ থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:০৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় শঙ্খ নদে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে জুঁইদন্ডী ইউনিয়নের মাঝির ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। গহিরা বার আউলিয়া নৌপুলিশের ইনচার্জ কায়সার হামিদ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জুঁইদন্ডি ইউনিয়নের মাঝির ঘাট এলাকায় জোয়ারের ভেষে আসা এক বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবায়োটেকনোলজি কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে
পরবর্তী নিবন্ধভিক্ষুকের ছদ্মবেশে গৃহবধূকে মারধর করে লুটপাট