আনোয়ারায় রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

| বুধবার , ২৮ জুন, ২০২৩ at ১০:৪৬ পূর্বাহ্ণ

গাছ লাগান গাছ পরিচর্যা করুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সহযোগিতা করুন’এই প্রতিপাদ্যে আনোয়ারায় টেকোটাতে বিভিন্ন রকমের ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি লায়ন আব্দুল মন্নান।

চৌধুরী আনোয়ারুল আযিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক সংগঠন পিপলস এইড ইউকের প্রেসিডেন্ট জাহাঙ্গীর ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন সেলিনা আক্তার। প্রধান বক্তা ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী সিকদার।

বক্তারা বলেন, ফাউন্ডেশনের এক কোটি গাছের চারা রোপণের যে উদ্যোগ এটা একটা বিশাল প্রকল্প। যার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যাচ্ছে এই সংগঠন। রোপনের পাশাপাশি পরিচর্যার উপর গুরুত্ব দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোরশেদ আলম, লায়ন সেলিম জাবেদ, লায়ন ওসমান আবেদী, জিয়াউল হক, জুমাইদুল ইসলাম, অভিসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতিশীল চেতনার বাতিঘর শহীদ জননী জাহানারা ইমাম
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন