আনোয়ারায় রাস্তায় ফেলে যাওয়া দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু

১৪ মাস বয়সী শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন ছিল

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৪:২৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় রাস্তার পাশে ফেলে যাওয়া দুই শিশু ভাইবোনের মধ্যে প্রতিবন্ধী ও অসুস্থ ১৪ মাস বয়সী শিশু মোরশেদ হাসপাতালে ভর্তির চার দিন মারা গেছে। গতকাল সোমবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

নিহত শিশুর মৃতদেহ দাদীর কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়েছে পুলিশ। দাদী পারভীন আক্তার (৬৫) জানিয়েছেন, মরদেহ গ্রামের বাড়ি খাগড়াছড়ির মানিকছড়িতে নেওয়া হবে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোনায়েত চৌধুরী জানান, ২৮ ডিসেম্বর দুপুরে শোলকাটার মনু মিয়ার দিঘী এলাকায় মা দুই শিশুকে রাস্তার পাশে ফেলে যান। ওইদিন রাত ৮টায় স্থানীয় সিএনজি চালক মহিম শিশুদের তুলে তার বাসায় রাখেন। পরে পুলিশ দুই শিশুকে উদ্ধার করে।

উদ্ধারকৃত শিশুদের মধ্যে ১৪ মাস বয়সী মোরশেদ প্রতিবন্ধী এবং অসুস্থ ছিলেন। পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আকতার জানিয়েছেন, নিহত শিশুর মরদেহ দাদীর কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুই স্বতন্ত্রের সাথে শক্ত লড়াই হবে চন্দনাইশ ও বাঁশখালীতে
পরবর্তী নিবন্ধনদভীকে গ্রেপ্তার দেখানোর আদেশ