আনোয়ারায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গতকাল শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার কালাবিবি দিঘী মোড়ে বিএনপির বর্ণাঢ্য রালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। র্যালিটি উপজেলার টানেল সড়ক পদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, বিগত ১৭বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। দলের দুঃসময়ে মাঠে থেকে দলের কর্মীদের পাশে থেকেছি। আগামীতেও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৌহিদ ইসলাম, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসএম ইমতিয়াজ করিম পিন্টু, উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, লোকমান, আলমগীর খান, শাহাবাস, মনির, আনোয়ারা উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক গফুর, স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল, মিজান, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহ–সভাপতি শেখ আব্দুল্লাহ, সাঈদুল, মুরাদুল ইসলাম, মিজানসহ বিপুল সংখ্যক স্থানীয় বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।











