আনোয়ারায় মুক্তিযোদ্ধা রুস্তম আলীর নামে সড়কের নামকরণ

হাইকোর্টের নির্দেশ

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:৪১ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামে একটি সড়কের নাম স্বাধীনতা বিরোধী আব্দুল গণি চৌধুরীর পরিবর্তে বীর মুক্তিযোদ্ধা শহীদ রুস্তম আলীর নামে করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে হাইকোর্টের আদেশে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ এ নামফলক প্রতিস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক।
জানা যায়, মহামান্য হাইকোর্ট সারাদেশে স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদরদের নামে যেসব সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনার নাম রয়েছে তা পরিবর্তন করে মুক্তিযোদ্ধাদের নামে করার জন্য রুল জারি করে। তারই আলোকে গতকাল মঙ্গলবার বিকালে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামে স্বাধীনতা বিরোধী আব্দুল গণি চৌধুরীর নামে নামকরণকৃত সড়কের ফলক সরিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ রুস্তম আলীর নামে স্থাপন করা হয়।
আনোয়ারা উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান জানান, স্বাধীনতা বিরোধী আবদুল গণি চৌধুরীর নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা শহীদ রুস্তম আলীর নামে সড়কের নামকরণ করার ফলে মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হল।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, আদালতের নির্দেশে স্বাধীনতা বিরোধী আব্দুল গণি চৌধুরীর নামে নামকরণকৃত সড়কের নামফলক পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা শহীদ রুস্তম আলীর নামে করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোধনের বিজয়ের প্রাক মুহূর্ত উদযাপন
পরবর্তী নিবন্ধমানবাধিকার ফাউন্ডেশনের রক্তদান কর্মসূচি