আনোয়ারায় পশ্চিম শোলকাটা ও মধ্যম হাজীগাঁও গ্রামের শেখপাড়া সোসাইটি ও শেখপাড়া প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ৭ম মিনিবার ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় শেখপাড়া ইয়াং স্টার ফুটবল একাদশ টাইব্রেকারে ২–১ গোলে শেখপাড়া সেভেন স্টার ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জুনিয়র ফুটবল একাদশে শেখপাড়া লাকি স্টার জুনিয়র ফুটবল একাদশ ২–১ গোলে শেখপাড়া সোসাইটি জুনিয়র ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন মুহাম্মদ হাশেম। শেখপাড়া প্রবাসী ক্লাবের প্রধান সমন্বয়কারী আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।
খেলার উদ্বোধন করেন ব্যবসায়ী শহিদুল ইসলাম হান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম.নুরুল ইসলাম, এক্সসিলেন্স বিজনেজ ফোরামের নির্বাহী পরিচালক (অর্থ)মুহাম্মদ ছৈয়দুল আজাদ,শিক্ষানুরাগী মাষ্টার কাজী মুহাম্মদ শাহজাহান, রোপন কান্তি দত্ত,ব্যবসায়ী সুমন দত্ত, শেখপাড়া সোসাইটি ক্লাবের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ দেলোয়ার হোসেন, মুহাম্মদ মুরাদুল ইসলাম,জানে আলম,মুহাম্মদ আমির হোসেন দোভাসী,মো.আবদুল গফুর,মুহাম্মদ আবদুল হক,আবুল আহমেদ, মুহাম্মদ রমজান আলী, মুহাম্মদ আরাফাত।
বক্তব্য রাখেন মীর কাশেম, শাহাজাদা আবু হাসান,শাহাদাত হোসেন, আলমগীর, মামুন,সাধারণ সম্পাদক, শাহাজাহান, হারুন, জাহেদ, জাহাঙ্গীর, বাদশা, আরিফ, টিটু, সাইফুল, হাসান, শাহজাহান প্রমুখ












