আনোয়ারায় এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত কয়েক মাসের বেশি সময় ধরে ধারাবাহিক ধর্ষণের শিকার হওয়া ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করান। গতকাল রবিবার বেলা ১১টায় ঘটনার শিকার ওই তরুণীকে জুঁইদন্ডী ইউনিয়নের গাবতল বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকার দুস্কৃতকারী একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করলেও নির্দিষ্ট কারো নাম জানা যায়নি। স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে ২৪/২৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে জুঁইদন্ডী গ্রামে ঘুরাফেরা করতে দেখা যায়। কিন্তু রাতের বেলা স্থানীয় কতিপয় দুস্কৃতকারী ও মাদকাসক্তরা ওই তরুণীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে থাকে। প্রতিবন্ধী তরুণী ঘটনার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আকতারকে ঘটনা জানান। পরে তাকে স্থানীয় মহিলা ইউপি সদস্য ও গ্রাম চৌকিদারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
জুঁইদন্ডী ১নং ওয়ার্ডের চৌকিদার জসিম উদ্দিন বলেন, ইউএনও স্যারের নির্দেশে ওই মানসিক প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছি। স্থানীয়রা এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী জানান, মানসিক প্রতিবন্ধী ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মানসিক প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি একটি সংঘবদ্ধ চক্র তার ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পেলে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, মানসিক প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।












