আনোয়ারায় মাছের খইল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় চাতরি চৌমুহনী বাজারে মাছের খইল (মাছ কাটার পর ফেলে দেওয়া অবশিষ্টাংশ) ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। আহতরা হলেন আজম খান (৩৮), মো. ফরিদ (৩২) ও মোরশেদ (৩৫)। গত মঙ্গলবার রাতে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এই ঘটনা ঘটে। এসময় দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, চাতরী চৌমুহনী বাজারে মাছের খইলের ব্যবসা হাসিনা সরকারের পতনের পর থেকে স্থানীয় বিএনপির একটি গ্রুপ নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে বাজারের ইজারাদার জাগির আহাম্মদ জানান, চাতরি চৌমুহনী বাজারের ইজারা নেওয়ার পরও বাজারের মাছের খইলের ব্যবসা যুবদল নেতা নুরুল কবির রানা প্রভাব খাটিয়ে চালিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার রাতে আমরা বারণ করলে সন্ত্রাসী বাহিনী নিয়ে তারা আমাদের উপর হামলা করে। এতে আমার ভাইপোসহ ৩ জন আহত হয়। এ ব্যাপারে আমরা তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

জানতে চাইলে যুবদল নেতা নুরুল কবির রানা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি গত কয়েকদিন ধরে চাতরী চৌমুহনী বাজারে চাঁদাবাজি বন্ধে বক্তব্য দিয়ে আসছি। এতে চাঁদাবাজির সঙ্গে যুক্ত বাজারের ইজারাদারের লোকজন আমার উপর ক্ষিপ্ত হয়। মঙ্গলবার রাতেও চাঁদাবাজি বন্ধে মিছিল শেষে বাড়ি ফেরার পথে তারা অতর্কিত আমাদের ওপর হামলা করে এবং দোকানপাট ভাঙচুর করে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, চাতরি চৌমুহনী বাজারের মাছের খইল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনায় ইজারাদের পক্ষে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধব্যাটারি রিকশা জব্দ করায় পুলিশ বক্স ভাঙচুর
পরবর্তী নিবন্ধমনের অন্ধকার দূর করতে জ্ঞানের প্রয়োজন