চট্টগ্রামের আনোয়ারার বটতলী রুস্তমহাটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি দোকান। বৃহস্পতিবার দিবাগত রাত বারোটায় উপজেলার বটতলী ইউনিয়নের শাহ্ মোহছেন আউলিয়া মাজার সড়কে রুস্তমহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক কোরবান আলী টিটু জানান, রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা ঘরে চলে যাওয়ার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে স্থানীয়রা ধারণা করছেন বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে পুড়ে গেছে মুদির দোকানের গোডাউন, পাইকারী ওষুধের দোকান, টেইলার্সের দোকান, টিভি মেকানিক্যালের দোকান ও পাইকারী বেকারীর দোকান।
এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিবের টিম লিডার বেলাল হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।