আনোয়ারায় স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এবং স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে, বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের সহযোগিতায় ভূমিধসের ক্ষয়ক্ষতি রোধে এক কর্মশালা গতকাল বুধবার ডা. মামুন অর রশিদের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। মো. শহিদুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. ফারজানা আক্তার, ডা. পারমিতা দে, এম আনোয়ারুল হক ও মো. মেহেদী হাসান। কর্মশালায় উপস্থিত ছিলেন চিকিৎসক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ।