আনোয়ারায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপক মহড়া

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

আনোয়ারায় গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে দুর্যোগকালীন প্রস্ততির অংশ হিসেবে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক বাৎসরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আনোয়ারা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথভাবে এ মহড়া অনুষ্ঠানের আয়োজন করেন। আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ঘশ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এ মহড়ার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল মিত্র, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, চেয়ারম্যান অসীম কুমার দেব ও এম.এ কাইয়ূম শাহ্‌। মহড়া পরিচালনা করেন আনোয়ারা ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলের সদস্যরাও অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধনগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি ইইই বিভাগের ওয়েবিনার