আনোয়ারায় ব্রাদার্স ইউনিটের গুণীজন সংবর্ধনা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৯ এপ্রিল, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

আনোয়ারা বরুমচড়ায় সামাজিক সংগঠন ব্রাদার্স ইউনিটের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২৬ এপ্রিল উপজেলার বরুমচড়া ইউনিয়নের জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

ব্রাদার্স ইউনিটের কর্মকর্তা ইমরান হোসেন জাবেদের সভাপতিত্বে ও তারেক হাসান ইমনের সঞ্চালনায় গুণীজন সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি ছিলেন গুণীজন ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, শামসুল আলম, আকতার কামাল, মুরাদুল আলম সহ স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্টানে বরুমচড়া জনতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এলাকার গুণীজন, সামাজিক সংগঠন ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের পাশে রেজাউল করিম ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধমুক্তকন্ঠ গ্রিনের খাবার বিতরণ