আনোয়ারা পিএবি সড়কের শোলকাটা এলাকায় ছিনতাইকারীরা রেজাউল করিম (৫৪) নামে ইসলামী ব্যাংকের এক ম্যানেজারকে ছুরিকাঘাত করেছে। এসময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা ৬ হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। গত মঙ্গলবার রাত ৯টায় সিএনজি টেক্সিযোগে সাতকানিয়া কর্মস্থল থেকে নগরীর বহদ্দারহাটে বাসায় ফেরার পথে তিনি এই হামলার শিকার হন। আহত ব্যাংক কর্মকর্তার আত্মীয় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান জানান, রেজাউল করিম তার ভায়রা ভাই। গত মঙ্গলবার রাতে তাকে বহনকারী টেক্সিটি শোলকাটা এলাকায় পৌঁছলে সেখানে থাকা ৪ যাত্রী গাড়ি থামিয়ে রেজাউলকে ছুরিকাঘাত করে ৬ হাজার টাকা, একটি মোবাইল সেট ও জরুরি কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে আনা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম জানান, ব্যাংক কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।