বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী আশফাক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক, জামাল উদ্দিন, মোঃ শাহজাহান, মনসুর আলম, আরিফুল ইসলাম রনি, হামিদুল ইসলাম হিরো, মোঃ শাহিন, হারুনুর রশিদ, মামুন তালুকদার, মোঃ শাহজাহান, ওমর ফারুক, শাকিব তালুকদার, মোহাম্মদ জিকু, মোঃ মুসা, মোঃ শাহেদ, আবরার, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোঃ নুরু প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে চৌধুরী আশফাক বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি জনআন্দোলনের নাম। দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দলটি। বর্তমান জলবায়ু সংকট মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। বিএনপি সেই দায়িত্ব থেকেই জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি পালন করছে। প্রেস বিজ্ঞপ্তি।












