‘বৃক্ষ লাগাই ভূরি ভূরি, তপ্ত বায়ু শীতল করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার। আনোয়ারা পেশাদার গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’ এ কর্মসূচির আয়োজন করে। এতে অংশগ্রহণ করে গাছের চারা বিতরণ ও রোপণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন।
রিপোর্টার্স ইউনিটির (ভারপ্রাপ্ত) সভাপতি এইচ এম মহিউদ্দিন মনজুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সাজ্জাদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী’র প্রতিনিধি এম নুরুল ইসলাম, পূর্বকোণের প্রতিনিধি সুমন শাহ্, সরওয়ার কামাল, ইউনিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ সোহেল, দিনকালের প্রতিনিধি ফরহাদুল ইসলাম, আজকের পত্রিকার প্রতিনিধি ইমরান হোসেন, একুশে পত্রিকার প্রতিনিধি জিন্নাত আইয়ুব, ইত্তেফাক প্রতিনিধি জাহিদ হৃদয়, সমকাল প্রতিনিধি নেজাম উদ্দিন, নয়া দিগন্ত প্রতিনিধি নুরুল কবির, মো. আতিকুল হামিম প্রমুখ। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের মাঝে ফলদ এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়।