আনোয়ারায় বিনামূল্যে খতনা ও চিকিৎসা ক্যাম্প

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৯:১৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় গতকাল শুক্রবার পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া আব্বাস উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব রোজের চিকিৎসকদের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, খতনা ক্যাম্প, কর্ণ ছেদন, ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জিয়া উদ্দিন চৌধুরী আসফাক, মাহতাব উদ্দিন চৌধুরী মাসুম ও এডভোকেট জেবুন নাহার লিনার আর্থিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিয়া উদ্দিন চৌধুরী আসফাক জানান, প্রতি বছরের মতো এ বছরও সমাজ সেবক মরহুম আব্বাস উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে এলাকার চিকিৎসা বঞ্চিত ও হতদরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে ৭০০ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ১৮০ জন শিশুকে খতনা, ৪৭৫ জন কিশোরির নাক ও কর্ণ ছেদন ও স্থানীয় বিভিন্ন বয়সের লোকজনের ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয়সহ সকল রোগীদের বিনা মূল্যে ওষুধ, চক্ষু অপারেশন ও খতনা করা শিশুদের লঙ্গি,গামছা ও টুপি প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসঞ্জিত আচার্য্য ও কল্যাণী ঘোষের প্রাণবন্ত পরিবেশনা
পরবর্তী নিবন্ধখুদে ডাক্তাররা যোগ্য হয়ে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে